শব্দজ্ঞান / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

শব্দজ্ঞান:

বাংলা ভাষায় এমন অনেক শব্দ বা শব্দ সমষ্টি আছে যেগুলোর উদ্ভবের পেছনে কোনো না কোনো ইতিাহাস, উপাখ্যান, ঘটনা, রটনা বা কোন কারণ থাকে। এ ইতিহাস, উপাখ্যান, ঘটনা, রটনা বা কারণ এক কথায় শব্দজ্ঞান বা শুব্দের বুৎপত্তি বা শব্দের উৎস নামে পরিচিত।
উদাহরণ:
১. ইলশাগুড়ি (চলিত ইলশেগুড়ি) অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। এ রকম বৃষ্টির সময় জেলেদের জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে বলে প্রচলিত বিশ্বাস। এ বিশ্বাস থেকে শব্দটির উৎপত্তি।
২. দাদখানি: অর্থ- অতি উৎকৃষ্ট এক ধরনের চালবিশেষ। কথিত হয়, বাংলার সুলতান দাউদ খাঁর শাসনামলে বঙ্গদেশে এর চাষাবাদ শুরু হয়।
৩. নিশিকুটুম্ব: অর্থ- চোর, তস্কর। রাত্রিবেলা যে আত্মীয় (ব্যাঙ্গার্থে) চোর তস্করের মত বেড়াতে আসে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন