ছানাবড়া ও চক্ষু চড়ক গাছে - ড. মোহাম্মদ আমীন - শুবাচ

ছানাবড়া ও চক্ষু চড়ক গাছের পার্থক্য

প্রথম পণ্ডিত : ছানাবড়া মানে কী?
দ্বিতীয় পণ্ডিত : ছানা আর বড়া মিশিয়ে প্রস্তুত একপ্রকার নাস্তা। বড় ভালো, বড় মিষ্টি। এটাতে যখন চিনি খুব বেশি হয় তখন খেতে বসলে আপনার চক্ষু ছানাবড়া হয়ে যায়। এখন বলুন তো, চক্ষু চড়ক গাছে অর্থ
কী?
প্রথম পণ্ডিত : আপানার ছানাবড়ায় যখন আপনার পত্মী চিনির পরিবর্তে খুব বেশি লবণ দিয়ে আপনাকে খেতে দেন তখন আপনার চক্ষু চড়ক গাছে উঠে যায়।
[উৎস : শব্দচয়নকৌতুকী; অর্ধচন্দ্র, মোহাম্মদ আমীন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন