মনে মনে মনকলা খাও / বিধুভূষণ ভট্টাচার্য -শুবাচ

'মনে মনে মনকলা খাও!'
মনে মনে মনকলা খাও, যতটা খেয়েছো আরো ততটা খাও, মোট যতটা খেয়েছো তার অর্ধেক খাও, এবার মোট কলার তিন ভাগের এক ভাগ তোমার কোন সহপাঠীকে দিয়ে দাও, একটা আমার জন্য রেখে দাও, এখন কয়টা অবশিষ্ট আছে? উত্তর: ৩টা। সিদ্ধান্ত: তাহলে তো দেখছি তুমি প্রথমে ২টা কলা খেয়েছিলে! (এভাবে বহু কলা খেয়েছি/খাইয়েছি ছেলেবেলায়।)
বাংলাভাষায় ব্যবহৃত 'মনকলা খাওয়া' বাক্যভঙ্গিটির অর্থ হলো: কল্পনায় বাঞ্ছিত বস্তু উপভোগ করা।
মনে মনে মনকলা খাওয়ার এই মানসাঙ্ক থেকেই কি 'মনকলা খাওয়া' বাক্যভঙ্গিটি এসেছে?

(বি.দ্র. বেশিবেশি গাছপাকা মনকলা খান! শরীর ও ব্রেনের জন্য খুবই উপকারী!! একদম ফ্রি ও ফরমালিনমুক্ত!!!)

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন