রবীন্দ্র সঙ্গীত ও চিনি-কাহন / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
রবীন্দ্র সঙ্গীত ও চিনি-কাহন
মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক।একা থাকলে তিনি প্রায়স গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গাইতেন।
একদিন ছাত্র প্রমথনাথ বিশীকে বললেন : জান, বিশী, ‘গুরুদেব চিনির ওপর একটি গান লিখেছেন?
প্রমথনাথ বিশী : জানি না তো স্যার।
মরিস : গানটি বড় মিষ্টি। চিনি বিদেশ থেকে ভারতবর্ষে এসেছে গানে গুরুদেব তা-ও তুলে ধরেছেন।
প্রমথনাথ : গানটা কী রকম স্যার?
মরিস : ‘আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধুপারে’।
প্রমথনাথ : দারুণ তো! কিন্তু সিন্ধুপার?
মরিস : সিন্ধুপার বোঝ? চিন থেকে চিনি, চিন তো সিন্ধুর ওপারে। গুরুদেবের বিচক্ষণতা দেখে হতবাক না হয়ে পারা যায়!
Comments
Post a Comment