গরু মেরে জুতো দান / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

গরু মেরে জুতো দান :

ইংরেজিতে To rob peter to pay Paul বাগ্‌ভঙ্গির অর্থ একজনের কাছ থেকে নিয়ে অন্যজনকে দেওয়া। তবে বাংলায় এর অর্থ গরু মেরে জুতো দান। ১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর ইংল্যান্ডে ওয়েস্টমিনিস্টারের St. Peter Church-কে St. Peter’s Cathedral - এ পরিণত করা হয়। এ সময় St Paul’s Cathedral এর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত করুণ ক্যাথিড্রালটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার যোগাড়। এ দুরবস্থা কাটিয়ে তোলার জন্য - St. Peter’s Cathedral এর ফান্ড থেকে অর্থ নিয়ে St Paul’s এর আর্থিক অবস্থার উন্নতি সাধন করা হয়। এর থেকে এ প্রবাদটির জন্ম। পৃথিবীর প্রায় প্রত্যেক দেশের প্রশাসনে এমন ব্যবস্থা দেখা যায়। দুর্বল প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য সরকার অন্য কোন প্রতিষ্ঠানের অর্থ প্রদান করে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন