শুদ্ধ বানান চর্চা ও একটি গল্প / বিজিত কুমার ভট্টাচার্য -শুবাচ

 শুদ্ধ বানান চর্চা ও একটি গল্প


`শুদ্ধ বানান চর্চা'--পড়ছি। পড়তে পড়ে একটা গল্প মনে পড়ে গেল। অনেকে পুরানো গল্প, অনেকে জানেন। তবু আবারও বলছি।
এক গ্রামে ছিল এক নাপিত। চুল কাটার পাশাপাশি সে ডাক্তার/সার্জনের কাজও করত। বিশেষ করে ফোঁড়াটোড়া হলে ধারলো ক্ষুর দিয়ে ঘচাঘচ অপারেশন! দ্রুত নিরাময়! একসময় গ্রামে বড় ডাক্তার আসলেন। তিনি নাপিতকে এনাটমি শেখানোর চেষ্টা করলেন। মানুষের শরীরে জালের মতো রক্তনালী, লক্ষকোটি কোষ ইত্যাদি ইত্যাদি। তারপর হলো কী---নাপিত আর অপারেশন করতে পারে না। তার হাত কাঁপে। কখন শিরা/ধমনি কেটে যায়!
আমার অবস্থাও ঐ নাপিতের মতো। আগে ঘচাঘচ বাংলা লিখতাম। এখন লিখতে গেলে হাত কাঁপে। কখন বানান ভুল হয়ে যায়! এভাবে কাঁপাকাঁপির মধ্য দিয়েই পরিশুদ্ধ হব।
শুবাচের সকলকে ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন