হাত ও হাতি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

হাত ও হাতি:

সংস্কৃত শব্দ হস্ত থেকে বাংলা /হাত, হস্ত/ ও /হাতি. হস্তী/ শব্দের উৎপত্তি। হস্ত শব্দের বাংলা রূপান্তর হাত (hand)। এ হস্ত থেকে প্রত্যয়যোগে গঠিত হয়েছে হস্তী (elephant)। হস্তী শব্দের অর্থ হস্তযুক্ত বা যার হাত রয়েছে। ব্যাকরণের এ সূত্র মানতে গেলে মানুষেরই /হস্তী/ নাম হওয়া উচিত ছিল । কারণ মানুষই কেবল উত্তম হস্ত-সমৃদ্ধ প্রাণী। কিন্তু মানুষ সৃষ্টির সেরা প্রাণীর উপাধিটা আরও ভালোভাবে দেখানোর জন্য খুব ভেবেচিন্তে /হস্তী/ হয়নি। বিশাল পশু ঐরাবতকে /হস্তী/ বানিয়ে নিজে মানুষ থেকে গেছে। প্রাণিকুলে একমাত্র হস্তীরই দেহের সম্মুখাংশে শুঁড় নামের একটি সঞ্চরণশীল অঙ্গ রয়েছে। এটি অনেকটা মানুষের হাতের মত কাজ করে। এ সুযোগে মানুষ নিজে হস্তী না হয়ে ঐরাবতকে হস্তী বানিয়ে ছেড়ে দেয়। মানুষ সবসময় এমনই করে-একটা গুণ থাকলে গুণে একশটা আর এক হাজার দোষ থাকলে বলে তিন শূন্য।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন