শুবাচের কাছে প্রত্যাশা / বিধুভূষণ ভট্টাচার্য- শুৃবাচ

 শুবাচের কাছে প্রত্যাশা

''তোমার ডাক শুনে সাঁই চলতে না পাই/রুখে দাঁড়ায় গুরুতে মুর্শিদে''-------- ফকির লালন শাহ্
বাংলার পথে চলতে পথের দিশা দেবে বাংলা একাডেমি। কিন্তু ওদের দেখানো পথে চলতে গিয়ে প্রায়ই খেতে হয় হোচট, চোখ রাঙানি, ধমক। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা একাডেমি বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা লেখক ও সম্পাদকের অভিধান ইত‌্যাদিসহ কোন্ বইয়ে কোন্ শব্দ আর কোন্ বানান যে কখন শুদ্ধ তা বুঝে উঠা আমার মত সাধারণের পক্ষ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য নিয়মকানুন আজও পাই নি, নানা মুনির নানা মত। অভিধানে থাকলেই শব্দ শুদ্ধ নয়/ না থাকলেই অশুদ্ধ নয়। হাজারটা নিয়ম।আর সকল নিয়ম মুখস্থ করে বুঝেশুনে শুদ্ধ শব্দ স্থির করে লেখার বিদ‌্যা অর্জনও সাধারণের জন্য সহজ নয়।
তাই, শুবাচ কর্তৃপক্ষ ও উপদেষ্টামণ্ডলির কাছে চাই সহজ সমাধান!
১. প্রমিত শুদ্ধ বানানে শুদ্ধ বাংলা শব্দের একটি অভিধান/তালিকা দিন, যেটাকে কেউ দোকান বলবে না!
নতুবা
২. 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' বইটিতে কোন্ কোন্ শব্দ অশুদ্ধ/বানান ভুল তার তালিকা(বর্ণানুক্রমিক) শুবাচ লিটল ম্যাগের পরবর্তী সংখ্যা থেকে ধারাবাহিকভাবে ছাপতে শুরু করুন। পরে অভিধানে নাই এমন শুদ্ধ শব্দের তালিকা ছাপা হোক।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন