‘চার্মিং গার্ল’ মানে ডাইনি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

‘চার্মিং গার্ল’ অর্থ ছিল ডাইনি

Charisma শব্দের উৎস গ্রিক। গ্রিক Charis মানে gift বা gracel gift, অর্থ দাঁড়িয়েছে ‘ঈশ্বর যে ক্ষমতা কাউকে দিয়েছেন’ আর grace হল `ঈশ্বরের করুণায় পাওয়া শক্তি'। শব্দটির মূল অর্থে অলৌকিকতার উপস্থিতি তো ছিলই, সে সঙ্গে যুক্ত ছিল magic বা charm- এর অর্থ। অবশ্য পূর্বে charm বলতে সম্মোহন বা সম্মোহন শক্তি বোঝাত। চতুর্দশ শতকে ইংল্যন্ডে charming girl মানে ছিল dangerous girl having magical power to seduce, সোজা কথায় charming girl অর্থ ছিল ডাইনি। আরও পরিষ্কারভাবে বললে বলতে হয়, জার্মান উপকথায় বর্ণিত Lorelei এর মতো ডাইনি, যে রাইন নদীর দক্ষিণ তীরে পাহাড়ে দাঁড়িয়ে তার রূপ ও সম্মোহক শক্তিতে নাবিকদের আকৃষ্ট করে তাদের প্রাণ নাশ করত। এখন যেমন সব মেয়েই charming girl হতে চায় কিন্তু তখন কোন মেয়েই তা চাইত না। কারণ কোন মেয়েই ডাইনি হতে চাইত না। সপ্তদশ শতক থেকে charming শব্দটার অর্থ পরিবর্তন হতে শুরু করে। তার সঙ্গে চালু হয়ে যায় charismatic শব্দটিও। এখন রাজনীতিক নেতার প্রভার বিস্তারের অসাধারণ ক্ষমতাকে বোঝাতে charismatic এবং অসাধারণ মোহনীয় রমণী বোঝাতে charming girl শব্দটি ব্যবহার করা হচ্ছে। charismatic শব্দটি সরাসরি ইংরেজি থেকে বাংলায় আসতে পারে আবার হিন্দি থেকেও আসতে পারে। তবে বাংলার চেয়ে হিন্দিতে শব্দটির প্রয়োগ বেশি। হিন্দিতে শব্দটি হচ্ছে করিশ্মা। হিন্দি বা উর্দুতে এসেছে ফারসি হতে। ফারসিতে এর উচ্চারণ অনেকটা ক্রিশ্মা বা কিরিশ্মা। ইদানীং ভারত ও বাংলাদেশে অনেকে মেয়ের নাম রাখা হচ্ছে করিস্মা বা কারিশ্মা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন