সাথে ও সঙ্গে / মোরশেদ হাসান - শুবাচ

সাথে ও সঙ্গে

‘সাথে’ ও ‘সঙ্গে’ মূলত একই অর্থ বহন করে । কথ্যভাষায় আমরা বিশেষ করে এ বাংলার মানুষেরা 'সাথে' খুব বেশি ব্যবহার করি এবং লিখতে গেলেও অনায়াসে 'সাথে' লিখি । আবার এটাও বলতে হয় আমরা ব্যাকরণের নিগড়ে আবদ্ধ । সেখানে ব্যাকরণবিদরা নিয়ম বেঁধে দিয়েছেন লেখ্যরূপে কবিতায় ব্যবহৃত হবে 'সাথে' কিন্তু গদ্যে ব্যবহৃত হবে শুধু 'সঙ্গে'। তাঁরা গদ্য ও পদ্যের মধ্যে একটি পার্থক্যের আবহ তৈরি করার জন্য এটি করেছেন ।
আরও কিছু কথা বলা যায়, কিছু শব্দ আছে যা শুধু কবিতার জন্যই বরাদ্দ । যেমন : তব, সম, তরে, দানিবে, নারিবে ( না-পারিবে ) । 'সাথে' শব্দটিও কবিতার জন্য বরাদ্দ। আমরা এ বাংলার মানুষ ‘সাথে’ শব্দটি এত বেশি ব্যবহার করি ব্যাকরণবিদরা যে পূর্বেই একটি নিয়ম বেঁধে দিয়েছেন তা জানিই না ।
গদ্যে 'সাথে' ব্যবহার করা ব্যাকরণতভাবে অশুদ্ধ নয় তবে বলা যায় এটি শৈলীগত ত্রুটি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন