Posts

Showing posts from June, 2014

মাসুদ আহমেদ : বাংলা ছোটগল্প ও উপন্যাসের নিলয় মাধুর্য / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

Image
মাসুদ আহমেদ : বাংলা ছোটগল্প ও উপন্যাসের নিলয় মাধুর্য বিসিএস (অডিট এন্ড অ্যাকাউন্টস) ক্যাডারের সদস্য বিপুল সম্ভারে ঋদ্ধ বৈচিত্র্যময় সৃজনশীলতায় ভাস্বর অনুপম মেধার অধিকারী কথাসাহিত্যিক মাসুদ আহমেদ জামালপুর জেলার সরিষাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াহিদ কেন্দ্রীয় শুল্ক ও আবগারী বিভাগের পরিদর্শক ছিলেন। মায়ের নাম বেগম রাজিয়া ওয়াহেদ। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানায়। তাঁর পিতা-মাতা উভয়ে ছিলেন মননশীল মেধা ও আকর্ষণীয় চরিত্রের অধিকারী উদার অথচ ধর্মপ্রাণ। পিতার চাকরিসূত্রে নানা শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর অধ্যয়নের সুযোগ ঘটে। এটি তার জীবন, দর্শন, চিন্তা-চেতনা ও অভিজ্ঞতাকে বহুমুখী মিথষ্ক্রিয়ায় পরিশীলত করে তোলে। জনাব মাসুদ আহমেদ ইংরেজি সাহিত্যের ছাত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আনুষ্ঠানিক অধ্যয়ন শেষে ১৯৮১ ব্যাচে সিভিল সার্ভিস (অডিট ও অ্যাকাউন্টস) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী রিফাত রেজা বনানী বিদ্যানিকেতনে শিক্ষকতা করেন। পরিকল্পনা কমিশনের সদস্য পদে থাকাকালীন তিনি ২০১৩ খ্রিস্টাব্...