বারামখানা আর সরাইখানা / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
বারামখানা' আর 'সরাইখানা
ফারসি বার ﺒﺮ ও আরবি আম ﺍﻡ মিলে বারাম যার অর্থ আসর, বৈঠক, ইয়ার বন্ধুদের নিয়ে গল্পে মশগুল; আর বারামখানা হলো বৈঠকখানা। ফারসি সরায়খানহ্ ﺳﺭﺍﻯ + ﺨﻨﻪ থেকে সরাইখানা যার অর্থ পান্থশালা; পথিকনিবাস; হোটেল। এই তথ্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান থেকে।
ফারসি বার ﺒﺮ ও আরবি আম ﺍﻡ মিলে বারাম যার অর্থ আসর, বৈঠক, ইয়ার বন্ধুদের নিয়ে গল্পে মশগুল; আর বারামখানা হলো বৈঠকখানা। ফারসি সরায়খানহ্ ﺳﺭﺍﻯ + ﺨﻨﻪ থেকে সরাইখানা যার অর্থ পান্থশালা; পথিকনিবাস; হোটেল। এই তথ্য বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান থেকে।
Comments
Post a Comment