ড্যাশ এর ব্যবহার / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
ড্যাশ এর ব্যবহার
ড্যাশ ও হাইফেন দেখতে অভিন্ন মনে হলেও ড্যাশ কিন্তু হাইফেনের চেয়ে একটু লম্বা।
১. বাক্যে বিধৃত কোন বিবৃতি সম্পূর্ণ কিংবা বিশদ করার লক্ষ্যে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যে প্রদত্ত উদাহরণ বিস্তারিতভাবে উপস্থাপনের ক্ষেত্রে ড্যাশ চিহ্নের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। উদহারণ দেখুন। কাল তিন প্রকার। যথা—বর্তমান, অতীত ও ভবিষ্যৎ।
২. প্যারেনথেসিসে কমা বা বন্ধনীর পরিবর্তে ড্যাশ ব্যাবহৃত হয়। যেমন— অফিসে— না, ক্লাবে যাবার পথে দেখলাম— লোকটি মরে আছে।
৩. বাক্য অসম্পূর্ণ রাখলে ড্যাশ ব্যবহার করা বিধেয়। যেমন— আমার সাথে তার দেখা — ।
শহিদুল হক এর বাইরেও ড্যাশ এর আরও কিছু ব্যবহার দেখিয়েছেন। যথা:
১) `ড্যাশ’ (—) মূল বাক্যের ভিতরে খন্ডবাক্য সংযোজনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে খণ্ডবাক্যের দু-পাশে ড্যাশ বসানোর প্রয়োজন হয়। যেমন: সেদিন —কী কারণে বুঝতে পারলাম না — আমার মনটা খারাপ হয়ে গেল।
২) কথোপকথন বা সংলাপের শুরুতে ড্যাশ (—) বসতে পারে। যেমন: সেখানে — সে এসেই বলল — ওগো শুনছ, সর্বনাশ হয়ে গেছে।
৩) তবে আগে যেখানে ড্যাশ(—) ব্যবহার করা হতো ইদানীং সেখানে কোলোন দেওয়া হচ্ছে। সুতরাং কোলোনের জায়গায় ড্যাশ আবার ড্যাশের জায়গায় কোলোন ব্যবহার করা যেতে পারে। কোলোনের দায়িত্ব হলো বাক্যের অন্তর্গত কোন অংশকে বিশদ করা।
স্যার,
ReplyDeleteবাংলা লেখায় হাইফেন দেওয়ার ক্ষেত্রে, বা ওই বড় ড্যাশ ( Em Dash ), এবং মাঝারি ড্যাশ ( En Dash ) এর ক্ষেত্রে কি আগে বা পরে দুটো স্পেশ দিতে পারি ! - টাইপিংয়ের সময় ! এবং এটি দেওয়া বা না দিলেও কোন ক্ষেত্রে দেব না।
... একটু সাজেশন দিন প্লিজ্, যে ব্যাপারটা কী করব ?
( আমার একটু আরজেন্ট লাগবে )।
ড্যাশচিহ্নের আগে পরে স্পেস দেওয়া উচিত নয়। কোন কোন ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ বাক্য শেষ হওয়ার পরে যখন দাঁড়ি বসে তখন নতুন বাক্য শুরু করতে অনেক সময় ড্যাস চিহ্নের ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে আপনি স্পেস ব্যবহার করতে পারবেন
Delete