নিচ ও নীচ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ


নিচ/নীচ: নিচে থাকলে নীচ হয় না

নীচআরনিচশব্দদ্বয়কে অনেকে অভিন্নার্থক মনে করেন। প্রকৃতপক্ষে শব্দদ্বয় বাক্যে ভিন্নার্থ প্রকাশ করে।নিচশব্দের ইংরেজি প্রতিশব্দ (under) স্থান-জ্ঞাপক শব্দটিউর্ধ্ব/ ঊর্ধ্বশব্দের বিপরীত তথানিম্নঅর্থ প্রকাশে ব্যবহৃত হয়। ভবনের নিচে লাশের স্তূপ। জাফর সাহেব আমাদের নিচ তলায় থাকেন। নিচু ক্লাশের শিক্ষার্থীরা দুষ্টোমিতে ওস্তাদ। পাহাড়ের নিচে শীতল জল।

অন্যদিকেনীচশব্দটি হীন, ইতর, নিকৃষ্ট, অবহেলা, অবজ্ঞা ইত্যাদি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: সন্তান হয়ে মায়ের গায়ে হাত তুললে, তুমি এত নীচ! নীচু জাত বলতে কিছু নেই, নীচ কর্মই ব্যক্তিকে উঁচু-নীচু করে।

বিশেষ দ্রষ্টব্য: ছড়ায় ছড়ায়নিচ/ নীচপার্থক্য রপ্ত করার জন্য গ্রুপে কয়েকটি পোস্টের নিচে দেয়া জনাব শহিদুল হকেরনীচে নিচে ব্যবধানছড়াটি দেখতে পারেন

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ