শুদ্ধ বানান কয়েকটি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
তিরস্কার, ত্বরান্বিত (তরান্বিত নয়), দণ্ডবৎ, দরুন, দারুণ, দামি, দায়ী, দারিদ্র্য, দরিদ্রতা,
দিগ্ভ্রম,দিগ্ভ্রান্ত, দিগ্হারা, দিঘি, দিঙ্নির্ণয় (দিক্নির্ণয় নয়), দিঙ্নির্দেশ,
দিঙ্নির্দেশনা, দিশারি,দীর্ঘসূত্রী, দুরুচ্চার্য, দুরূহ, দুর্গ, দুষ্কৃতকারী, দূর্বা (ঘাস),
দূষণীয় (দোষনীয় নয়), দৃক্পাত, দেওয়াল (দেয়াল নয়), দৌড়ঝাঁপ,
দৌরাত্ম্য, দ্বন্দ্ব, ধনাঢ্য, ধরন, ধারণ, ধারণা, ধূমপান,
ধ্যানধারণা, ধ্বংসোন্মুখ, নগণ্য, নচেৎ,
নতুন, নূতন, নভশ্চর,
নয়তো, নাগাড়,
নানি।
Comments
Post a Comment