তিলোত্তমা / ড. মোহাম্মদ আমীন - শুাবচ

তিলোত্তমা :

তিলোত্তমা শব্দের উৎপত্তি ও অর্থ ভারতীয় পুরাণের একটি কাহিনির সঙ্গে জড়িত। দৈত্যরাজ নিকুম্ভের দুই পুত্র সুন্দ ও উপসুন্দ ব্রহ্মার কঠোর তপস্যা করে ত্রিলোক বিজয়ের জন্য অমরত্ব প্রার্থনা করে। ব্রহ্মা বলেন যে, পরস্পরের হাতেই এদের মৃত্যু হবে, অন্য কারও হাতে নয়। দেবতাদের অনুরোধে ব্রহ্মা বিশ্বকর্মাকে এক পরমাসুন্দরী নারী সৃষ্টি করতে বলেন। ত্রিভুবনের সমস্ত উত্তম জিনিস তিল তিল করে সংগ্রহ করে বিশ্বকর্মা- এ সুন্দরীর সৃষ্টি করেছিলেন- ফলে এর নাম হয় তিলোত্তমা। তাঁকে দেখবার জন্য ব্রহ্মার চারিদিকে চারটি মুখের সৃষ্টি হয় এবং ইন্দ্রের সহস্র চক্ষু সৃষ্টি হয়। সুন্দ ও উপসুন্দ তিলোত্তমার রূপে মুগ্ধ হয়ে তাকে পাবার জন্য পরস্পর যুদ্ধ আরম্ভ করে ও একে অন্যকে নিহত করে।
বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে তিলোত্তমার অর্থ বলা হয়েছে : হিন্দু পুরাণমতে সুন্দ ও উপসুন্দকে বিনষ্ট করার লক্ষ্যে সৃষ্টির সকল প্রকার সৌন্দর্য থেকে তিল তিল করে আহৃত উৎকৃষ্ট অংশ দ্বারা সৃষ্ট অপ্সরাবিশেষ।/ স্বর্গের পরমাসুন্দরী অপ্সরা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন