উদ্দেশ ও উদ্দেশ্য / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
উদ্দেশ/ উদ্দেশ্য:
=======
রাষ্ট্রপতি জাতির উন্নয়নের উদ্দেশ্যে জনগণের উদ্দেশে ভাষণ দিলেন।
উপরের বাক্যটি পড়লে বোঝা যায় ‘উদ্দেশ’ ও ‘উদ্দেশ্য’ পদদ্বয়ে বানানের মতো অর্থ দ্যোতনার পার্থক্যও রয়েছে।
যেখানে কাউকে কিছু বলা হয় সেখানে উদ্দেশ করা হয়। ইংরেজি ‘address করা’ অর্থে উদ্দেশ ব্যবহৃত হয়।
অ্যাডড্রেস এর সাথে ‘উদ্দেশ’ এর ধ্বনিগত মিলটা মনে রাখলে ব্যবহারে সংশয়
বহুলাংশে কেটে যাবে। যেমন:
*রাষ্ট্রপতি জাতির উদ্দেশে (উদ্দেশ্যে নয়) ভাষণ দিলেন।
*প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে (উদ্দেশ্যে নয়) চিঠি পাঠালেন।
অন্যদিকে পরিকল্পনা (planning), লক্ষ্য (target), গন্তব্য (destination)
প্রভৃতি বোঝানোর ক্ষেত্রে ‘উদ্দেশ্য’ ব্যবহার করা হয়।
এখানে য-ফলা দিতেই হবে। যেমন:
* রাষ্ট্রপতির উদ্দেশ্য (উদ্দেশে নয়) দেশের উন্নয়ন।
* বিদ্যা অর্জনের উদ্দেশ্যে (উদ্দেশে নয়) বায়েজিদ গৃহত্যাগ করলেন।
* রাষ্ট্রপতি আমেরিকার উদ্দেশ্যে (উদ্দেশে নয়) ঢাকা ত্যাগ করলেন।
* রাষ্ট্রপতি ভারতের উদ্দেশ্যে (উদ্দেশে নয়) ঢাকা ত্যাগ করার পূর্বে জনগণের উদ্দেশে (উদ্দেশ্যে নয়) ভাষণ দিলেন।
=======
রাষ্ট্রপতি জাতির উন্নয়নের উদ্দেশ্যে জনগণের উদ্দেশে ভাষণ দিলেন।
উপরের বাক্যটি পড়লে বোঝা যায় ‘উদ্দেশ’ ও ‘উদ্দেশ্য’ পদদ্বয়ে বানানের মতো অর্থ দ্যোতনার পার্থক্যও রয়েছে।
যেখানে কাউকে কিছু বলা হয় সেখানে উদ্দেশ করা হয়। ইংরেজি ‘address করা’ অর্থে উদ্দেশ ব্যবহৃত হয়।
অ্যাডড্রেস এর সাথে ‘উদ্দেশ’ এর ধ্বনিগত মিলটা মনে রাখলে ব্যবহারে সংশয়
বহুলাংশে কেটে যাবে। যেমন:
*রাষ্ট্রপতি জাতির উদ্দেশে (উদ্দেশ্যে নয়) ভাষণ দিলেন।
*প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে (উদ্দেশ্যে নয়) চিঠি পাঠালেন।
অন্যদিকে পরিকল্পনা (planning), লক্ষ্য (target), গন্তব্য (destination)
প্রভৃতি বোঝানোর ক্ষেত্রে ‘উদ্দেশ্য’ ব্যবহার করা হয়।
এখানে য-ফলা দিতেই হবে। যেমন:
* রাষ্ট্রপতির উদ্দেশ্য (উদ্দেশে নয়) দেশের উন্নয়ন।
* বিদ্যা অর্জনের উদ্দেশ্যে (উদ্দেশে নয়) বায়েজিদ গৃহত্যাগ করলেন।
* রাষ্ট্রপতি আমেরিকার উদ্দেশ্যে (উদ্দেশে নয়) ঢাকা ত্যাগ করলেন।
* রাষ্ট্রপতি ভারতের উদ্দেশ্যে (উদ্দেশে নয়) ঢাকা ত্যাগ করার পূর্বে জনগণের উদ্দেশে (উদ্দেশ্যে নয়) ভাষণ দিলেন।
Comments
Post a Comment