ফোঁটা ফুটা ফোটা / শাহিদুল হক - শুবাচ
ফোঁটা ফুটা ফোটা শিখি
উৎসর্গঃ শ্রদ্ধেয় মোহাম্মদ আমিন স্যারকে।
বুক ফোটে তো মুখ ফোটে না
তবু ফোটে তারা
জোছনা ফুটে চাঁদের বুকে
ছড়ায় রূপের ধারা।
পায়ে যখন কাঁটা ফোটে
চন্দ্রবিন্দু ছাড়া
তিলক ফোঁটায় চন্দ্রবিন্দু
তাতে নজরকাড়া।
এক ফোঁটা ঐ মেয়ের মুখে
মিষ্টি কথা ফোটে
ফুলের কলি ফুটলে বাগে
অলিরা সব জোটে।
ফুটা ছাদে পানির ফোঁটা
দরদরিয়ে পড়ে
বাঁশরিয়া বাঁশের বাঁশি
ফুটা করে গড়ে।
কপাল জুড়ে ফোঁটা দিয়ে
নাচবে এবার খুকি
ফোঁটা>ফোটা>ফুটা শিখে
আমরা সবাই সুখি।
মন্তব্যঃ
ফোঁটা> টিপ; তিলক ২।তরল দ্রব্যের বিন্দু (শিশিরের ফোঁটা) ৩। ক্ষুদ্র বিন্দুবত চিহ্নবিশেষ ৪। ক্ষুদ্র(এক ফোঁটা মেয়ে ইত্যাদি।
ফোটা,ফুটা> বিকশিত বা প্রস্ফুটিত হওয়া; উদিত হওয়া; উন্মুক্ত হওয়া;
প্রকাশিত হওয়া; ব্যক্ত হওয়া; ফেটে যাওয়া; সিদ্ধ হওয়া; বিদ্ধ হওয়া;
ছিদ্র; রন্ধ্রযুক্ত ইত্যাদি।
Comments
Post a Comment