উৎপাদন ও উৎপাদিত / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



উৎপাদন/ উৎপাদিত

উৎপাদনশব্দটি বিশেষ্য কিন্তু শব্দটির পরেকরাশব্দ বসালে ক্রিয়াপদে পরিণত হয়। যেমন: বছর চিনির উৎপাদন অনেক কম।
উৎপাদিত শব্দটি বিশেষণ। যেমন: সুইজারল্যাণ্ডে উৎপাদিত ঘড়ি মজবুত টেকসই।
মিলে লবণ উৎপাদন হচ্ছেবাক্যটি শুদ্ধ নয়। লিখতে হবেমিলে লবণ উৎপাদন করা হচ্ছেকিংবামিলে লবণ উৎপাদিত হচ্ছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন