শান্ত ও সান্ত / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



শান্তসান্ত


শান্তশব্দের অর্থ শান্তিযুক্ত/শমপ্রাপ্ত/ উৎকণ্ঠাশূন্য।
উদাহরণ: শান্ত মন আনন্দের উৎস।
সান্তশব্দের অর্থ অন্তবিশিষ্ট, সীমাবদ্ধ, সসীম।
উদাহরণ: বিশেষ আদেশ দ্বারা প্রাক্তন রাষ্ট্রপতির চলাচল সান্ত করে দেয়া হল

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ