হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
হিসাব আর হিসেবে নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব
'হিসাব' আর 'হিসেবে' এই শব্দ দুটো নিয়ে এতদিন কোন দ্বিধা ছিল না। কিন্তু আজ একটি পোস্টের মন্তব্যে বিষয়টি নিয়ে যে ব্যাখ্যা এসেছে তা নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। নিজের ভাবনা দূর করতেই সন্দেহ মুক্ত হওয়ার চেষ্টা করলাম। সন্দেহের কারণ, অনুসন্ধান ও ফলাফল তুলে ধরলাম। আশাকরি, অন্যদেরও কাজে লাগবে।
দ্বিধা-দ্বন্দ্ব :
একটি পোস্টের মন্তব্যে শারমীন বিথী লিখেছেন, "একই ভাবে দেখি 'হিসাব' আর 'হিসেব'-এও গণ্ডগোল হয়। শুনেছি যখন টাকা-পয়সার ব্যাপার, তখন 'হিসাব'। আর যখন কিছু বলি বা করি, মেয়ে হিসেবে, ছাত্রী হিসেবে, সংগঠনের কর্মী হিসেবে, মানুষ হিসেবে করি।"কেউ কেউ বলেন হিসাব সাধু এবং হিসেবে চলিত।'
প্রমিত বানান রীতি খুলে বসলাম। ২.০৪, অনুচ্ছেদে পেয়ে গেলাম 'হিসাব' শব্দটি। শব্দটি সাধু নয়, বরং বিদেশি।
আর বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান (জানুয়ারি ২০১২)-এর ১২১০ পৃষ্ঠায় 'হিসাব' নিয়ে লেখা আছে,
হিসাব, হিশাব, হিসেব, হিশেব (গণনা; সংখ্যাকরণ)। এছাড়াও আছে বিস্তারিত বর্ণনা।
আর 'হিসেব' শব্দটি নিয়ে শুধু লেখা হয়েছে,
হিসেব=> হিসাব
সুতরাং বলা যায়, গণনা বা সংখ্যাগত বিষয় বোঝাতে হলে 'হিসাব' আর যোগ্য বা প্রযোজ্য অর্থ বোঝাতে 'হিসেবে' ব্যবহার করাই যুক্তিসঙ্গত।
ধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ।
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete