উৎকোচ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

উৎকোচ:

উৎকোচ সংস্কৃত শব্দ। বাংলা ভাষায় এর অর্থ ঘুষ। অভিধানে উৎকোচ বলতে- অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিক বুঝানো হয়েছে। কিন্তু সংস্কৃত ভাষায় উৎকোচ অর্থ ‘সৎপথ থেকে দূরে সরিয়ে দেওয়া’। সত্যি, উৎকোচ মানুষকে সৎপথ থেকে দূরে সরিয়ে দেয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন