বঁধু-বধূ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ
বঁধু/বধূ
‘বঁধু‘ আর ‘বধূ’ দুটি ভিন্ন শব্দ। যেমন বানানে তেমন উচ্চারণে। নাসিক্য-ধ্বনি বাদ দিলে উভয় শব্দের উচ্চারণে কোন পার্থক্য থাকে না। তাই অনেকে শব্দদ্বয়ের অর্থ ও ব্যবহার গুলিয়ে ফেলেন। যা বিশ্রি সমস্যার সৃষ্টি করে।বঁধু শব্দের অর্থ বন্ধু বা প্রেমিকা। অন্যদিকে বধূ শব্দের অর্থ পত্নী। তাই আইন, ধর্মীয়
বা সামাজিক রীতি-নীতি মোতাবেক বিয়ে না হওয়া পর্যন্ত
‘বঁধু’ কিন্তু ‘বধূ’হয় না।
প্রয়োগ: বঁধু আমার বধূ হল এক জনমের প্রেমে
সুখ-শান্তি, হাসি-আহ্লাদ সবই গেল থেমে।
সুখ-শান্তি, হাসি-আহ্লাদ সবই গেল থেমে।
Comments
Post a Comment