সহসা / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



সহসা

সহসা তৎসম শব্দ এর আভিধানিক অর্থ হঠাৎ/অকস্মাৎ/অতর্কিতভাবেসহসাশব্দটিকে অনেকেশীঘ্র/তাড়াতাড়ি/সত্বরঅর্থে ব্যবহার করে থাকেন এটি ঘোড়াকে গাধা দিয়ে প্রতিস্থাপনের মত সহসা উত্তর চাই অর্থ অতর্কিতে উত্তর চাই এটি শুদ্ধ নয় সহসা সন্ত্রাসী আক্রমণ করল লেখা যায় শীঘ্র/ তাড়াতাড়ি অর্থেসহসালেখা ভুল এমনটি করবেন না (সূত্র: বাংলা বানান শব্দচয়ন)

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন