সাযুজ্য ও সাদৃশ্য / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



সাযুজ্যসাদৃশ্য

সাযুজ্যবিশেষ্য পদ। এর অর্থ সহযোগ, অভেদ বা সমরূপ।
উদাহরণ: প্রধান অতিথির বক্তৃতার সাথে সভাপতির বক্তব্যেরসাযুজ্যছিল না।
অন্যদিকে অনুরূপতা, সমতা বা তুল্য বুঝাতেসাদৃশ্যশব্দ ব্যবহার করুন।
উদাহরণ: বাংলাদেশের সংস্কৃতির সাথে কলকাতার সংস্কৃতিরসাদৃশ্রয়েছে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন