দ-এর প্রতি দৃষ্টি / শাহিদুল হক - শুাবচ
দ-এর প্রতি দৃষ্টি
কত দিঘি দেখলাম দিদিদীঘি, দিঘী, দিঘি
লেখার সময় ভুল হয়ে যায়
কখন কীযে লিখি।
দিঘি তবে দিঘিই হবে
দারুণ হবে শিখতে
অভিধানে যতই বলুক
সবই পার লিখতে।
দাদিকে দিই হ্রস্ব ই-কার
দামি, দাবি, দেরি
দীর্ঘজীবী দীক্ষাতে আজ
দীর্ঘ ঈ-কার হেরি।
দৌরাত্ম্যেও দূষণীয়
দেওয়া-নেওয়া চলবে
দেয়া নেয়া ছেড়ে এবার
দেওয়ার কথা বলবে।
দুর্গাদেবী হ্রস্ব উ-কার
দূতাবাসে দ্বন্দ্ব
দুপুরবেলা দরকারি কাজ
থাক না এখন বন্ধ।
মন্তব্য: কিছু শব্দের শুদ্ধ বানান ছড়ায় দেওয়া আছে। যেমন ‘দীঘি’, ‘দিঘী’ না লিখে ‘দিঘি’ লিখতে হবে।
দাদি, দামি, দাবি, দেরি এগুলোতে হ্রস্ব ই-কার এবং দীর্ঘজীবী ও দীক্ষাতে দীর্ঘ ঈ-কার হবে। ‘দেয়া’ ‘নেয়া’ ছেড়ে ‘দেওয়া’ ‘নেওয়া’ লিখতে হবে। ‘দুর্গা’ বানানে হ্রস্ব উ-কার এবং ‘দূতাবাসে’ দীর্ঘ ঊ-কার হবে। সেই সাথে ‘দৌরাত্ম্য’ ও ‘দূষণীয়’ বানান দুটোও শিখে নিতে হবে।
দামি, দাবি, দেরি
দীর্ঘজীবী দীক্ষাতে আজ
দীর্ঘ ঈ-কার হেরি।
দৌরাত্ম্যেও দূষণীয়
দেওয়া-নেওয়া চলবে
দেয়া নেয়া ছেড়ে এবার
দেওয়ার কথা বলবে।
দুর্গাদেবী হ্রস্ব উ-কার
দূতাবাসে দ্বন্দ্ব
দুপুরবেলা দরকারি কাজ
থাক না এখন বন্ধ।
মন্তব্য: কিছু শব্দের শুদ্ধ বানান ছড়ায় দেওয়া আছে। যেমন ‘দীঘি’, ‘দিঘী’ না লিখে ‘দিঘি’ লিখতে হবে।
দাদি, দামি, দাবি, দেরি এগুলোতে হ্রস্ব ই-কার এবং দীর্ঘজীবী ও দীক্ষাতে দীর্ঘ ঈ-কার হবে। ‘দেয়া’ ‘নেয়া’ ছেড়ে ‘দেওয়া’ ‘নেওয়া’ লিখতে হবে। ‘দুর্গা’ বানানে হ্রস্ব উ-কার এবং ‘দূতাবাসে’ দীর্ঘ ঊ-কার হবে। সেই সাথে ‘দৌরাত্ম্য’ ও ‘দূষণীয়’ বানান দুটোও শিখে নিতে হবে।
Comments
Post a Comment