বাগধারা / Naeema Sehely - শুবাচ

বাগধারা

মনের ভাবকে অল্পকথায় সুন্দর ও যথাযথভাবে প্রকাশ করার জন্যে সৃষ্টি হয়েছে বাগধারার । বাগধারা ভাষায় সৌন্দর্য সৃষ্টি করে , অর্থে স্পষ্টতা ও ভাবে ব্যঞ্জনা আনে । যেমন - ১) গাছ পাথর - (হিসেব নিকেশ) আমরা সেকেলে , আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে ? ২) ছক্কাপাঞ্জা করা - (বড় বড় কথা বলা) পেট নেই বিদ্যে , কিন্তু ছক্কা পাঞ্জার বহর তো কম নয় । ৩) টুপ ভুজঙ্গ (নেশাগ্রস্ত) বেটা টুপ ভুজঙ্গ - এ পাড়ায় তোমায় যেন আর না দেখি ! ৪) দঁাত ফোটানো (কঠিন বিষয় আয়ত্ত করা) অঙ্কের বিষয়ে দঁাত ফোটানো যাচ্ছে না । ৫) অন্ধি সন্ধি (গোপন তথ্য) নিজেকে আর লুকোতে পারবে না , তোমার অন্ধি সন্ধি আমি জেনে গেছি । ৬) পাথরে পঁাচ কিল (সুখের সময়) তার তো এখন পাথরে পঁাচ কিল - উপরস্থ পদে তার পদোন্নতি হয়েছে । ৭) বিদুরের খুদ (সামান্য উপহার ) বিদুরের খুদ দিয়ে কি সকলকে সন্তুষ্ট করা যায় ? ৮) রঁাই কুড়িয়ে বেল ( অল্প সঞ্চয়ে প্রচুর জমানো) যারা মিতব্যয়ী তারাই রঁাই কুড়িয়ে বেল করতে পারে । ৯) লঙ্কা পায়রা ( ফুলবাবু বা বিলাসী) কি হে লঙ্কা পায়রা হয়ে উড়ে উড়ে শুধু বেড়াবে না কাজের কাজ কিছু করবে ? ১০) লগন চাঁদ (ভাগ্যবান) যা চাচ্ছ তাই পাচ্ছ তুমি একজন লগন চাঁদই বটে ।।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন