কাকতালীয়
এটি একটি বহুলপ্রচলিত শব্দ। মানুষ কথায় কথায় প্রায় সময় বলেন : কাকতালীয়। শব্দটির অর্থ - আকস্মিক যোগাযোগজাত কোনও বিষয় বা ঘটনা, হঠাৎ ঘটে যাওয়া একাধিক ঘটনা বা বিষয়, কার্যকরণহীন দুটি ঘটনা। কাক ও তাল থেকে কাকতালীয় বাগ্ভঙ্গিটির উৎপত্তি। একটি কাক তাল গাছের বসল এবং বসামাত্র টুপ করে একটা তাল মাটিতে পড়ে গেল। কাকটি না-বসলেও তালটি পড়ত, হয়তো তালটি না-পড়লেও কাকটি বসত। কাকের মতো ছোট একটা পাখির তাল গাছে বসার সঙ্গে তাল-পড়ার কোনও যোগসূত্র ছিল না; সগতকারণে থাকতে পারে না। কিন্তু ঘটনাচক্রে তালের পতন ও কাকের বসা দুটো একসঙ্গে ঘটে গেল। এটাই কাকতালীয়। আসলে প্রকৃত কারণ না-হলেও কোন বিষয় বা ঘটনাকে অন্য কোনও বিষয় বা ঘটনার অনিবার্য কারণ বলে মনে করাকে বলা হয় কাকতালীয়।
শিক্ষক কাকতালীয় কী তা বুঝিয়ে দিয়ে ছাত্রকে বললেন : এবার তুমি কাকতালীয় ঘটনার একটাএকটা উদাহরণ দাও। ছাত্র বলল : আমার বাবার বিয়ে হল, সঙ্গে সঙ্গে আমার মায়ের বিয়েও! এমন কাকতালীয় আর দেখিনি স্যার। আপনি দেখেছেন?
Comments
Post a Comment