কলস ও কলসি / ড. মোহাম্মদ আমীূন

কলস

কলস
কলস শব্দের আভিধানিক অর্থ জলপাত্র, বড় আকারের ঘড়া।  কলস শব্দের মূল অর্থ যা জল দিয়ে ভরতি করার সময় কল কল শব্দ করে। এ অর্থ জল দ্বারা ভর্তি করার সময় যে

কলসি
সকল পাত্র কল শব্দ করে সেটিই কলস। তবে এ ধরণের জলপাত্রের পেট গলার তুলনায় অনেক বড় হওয়ায় কলসে জল ঢুকানোর সময় বাতাস-প্রবাহের কারণে কল শব্দে মেতে ওঠে। কলস এর একটি প্রায়-সমার্থক শব্দ কলসি। এর অর্থ ছোট আকারের জলপাত্র বা ছোট আকারের ঘড়া বা ছোট আকারের কলস। কলস সাধারণত বাড়িতে থাকে। অন্যদিকে কলসি কাঁখে মেয়ের জল আনতে যায়। মেয়েরা জল আনতে যায় বলে হয়তো ছোট কলসের নাম হয়েছে কলসি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ