উপকারী গ্রুপ শুবাচ/ ফজলে রাববি - শুবাচ

উপকারী গ্রুপ শুবাচ

শুবাচ গ্রুপে জয়েন্ট করেছি খুব বেশি দিন হয়নি। প্রথমে অনেকটা গুরুত্ব না-দিয়েই যুক্ত হয়েছি। তবে যুক্ত থাকার কারণে নিউজফিডে নতুন পোস্টগুলো মাঝে মাঝেই চোখে পড়ত। কখনও বা দু’একবার শখ করে ঢুঁ মারতার। এরপর ধীরে ধীরে এর অসামান্য উপকারিতা অনুভব করি। এখন কেমন যেন নতুন পোস্টের অপেক্ষায় উন্মুখ হয়ে থাকি। নতুন কোনও পোস্ট পেলেই বিশেষ করে ড. আমীন স্যারের পোস্ট গোগ্রাসে গিলতে থাকি। কিছু শেখার চেষ্টা করি। ফেসবুক এখন শুধু সময় কাটানোর জায়গা নয় শিক্ষা অর্জনের অন্যতম মাধ্যমও বটে। এ জন্য ’শুবাচ’এর কাছে কৃতজ্ঞ আমি।
এর পুরো কৃতিত্ব অবশ্যই ড. আমীন স্যারের। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ’শুবাচ’এর সকল শুভানুধ্যায়ীদের।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন