মূর্ধন্য-ণ-কাহন / ড. মোহাম্মদ আমীন
মূর্ধন্য-ণ-কাহন
মনে রাখবেন ‘মূর্ধন্য-ণ‘ কিন্তু ‘দন্ত্য-ন‘ দিয়ে লিখতে হয়। এটি ণত্ব বিধানের সূত্র।
তৎসম শব্দে সাধারনত র, ঋ এবং ষ ধ্বনির পরবর্তী ‘দন্ত্য-ন’ পরিবর্তিত হয়ে র্মূধন্য-ণ হয়ে যায়।
তা হলে দর্শন, অর্চনা, প্রার্থনা, বর্জন, অর্জন ইত্যাদি বানানে দন্ত্য-ন কেন?
কারণ, র, ঋ এবং ষ ধ্বনির মাঝখানে যদি চ, ট ও ত বর্গের ধ্বনি
কিংবা ল, শ, স, ড় এবং ঢ় ধ্বনিগুলোর যে কোনও একটি থাকে
তা হলে মূর্ধন্য-ণ পরিবর্তন হয়ে দন্ত্য-ন হয়ে যায়।
তো `কোরান’ বানানে দন্ত্য ন কেন?
বিদেশি শব্দে কখনও মূর্ধন্য-ণ হয় না।
কারণ, অতদ্ভব শব্দ ণত্ব বিধান অনুসরণ করে না।
তৎসম শব্দে সাধারনত র, ঋ এবং ষ ধ্বনির পরবর্তী ‘দন্ত্য-ন’ পরিবর্তিত হয়ে র্মূধন্য-ণ হয়ে যায়।
তা হলে দর্শন, অর্চনা, প্রার্থনা, বর্জন, অর্জন ইত্যাদি বানানে দন্ত্য-ন কেন?
কারণ, র, ঋ এবং ষ ধ্বনির মাঝখানে যদি চ, ট ও ত বর্গের ধ্বনি
কিংবা ল, শ, স, ড় এবং ঢ় ধ্বনিগুলোর যে কোনও একটি থাকে
তা হলে মূর্ধন্য-ণ পরিবর্তন হয়ে দন্ত্য-ন হয়ে যায়।
তো `কোরান’ বানানে দন্ত্য ন কেন?
বিদেশি শব্দে কখনও মূর্ধন্য-ণ হয় না।
কারণ, অতদ্ভব শব্দ ণত্ব বিধান অনুসরণ করে না।
Comments
Post a Comment