ঠুনকো শব্দের ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন

ঠুনকো

ঠুনকো শব্দের আভিধানিক অর্থ ভঙুর।  হোক দ্রব্য বা অন্য কিছু, মূলত যা সহজে ভেঙে যায় তা-ই ঠুনকো। নিম্নমানের সম্পর্ক, চারিত্রিক নিকৃষ্টতা প্রভৃতি অর্থেও শব্দটির ব্যবহার  দেখা যায়। ‘ঠুন’ শব্দ থেকে ঠুনকো বাগ্‌ভঙ্গির উৎপত্তি। কাচ, চিনামাটির তৈজসপত্র, কাচের গ্লাস প্রভৃতি পড়ে গেলে ঠুন শব্দে ভেঙে যায়। পতনের পর যে সকল বস্তু ‘ঠুন’ শব্দ করে ভেঙে যায় সেগুলো  ঠুনকো জিনিস। ‘ঠুন’ শব্দ হতে পাওয়া ঠুনকো শব্দ এখন শুধু কাচের বা চিনামাটির তৈজসপত্রের জন্য ব্যবহৃত হয় না; যে সব জিনিস সহজে ভেঙে যায়, বা নষ্ট হয়ে যায় সে সব জিনিসের ক্ষেত্রে বাগ্‌ভঙ্গিটি ব্যবহার করা হয়। শুধু তাই নয়, মানুষের মানবিক অনুভূতির প্রকাশেও ‘ঠুনকো’ শব্দের ব্যবহার দেখা যায়। যেমন : ঠুনকো ভালোবাসা, ঠুনকো সম্মান, ঠুনকো চরিত্র প্রভৃতি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন