এককথায় প্রকাশ (জ-জ) / ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ (জ-জ)


জয়সূচক উৎসব : জয়ন্তী
জয়ঘোষক শঙ্খ : জয়শঙ্খ
জলযানসমূহের শ্রেণি : বহর
জ্ঞানের ইচ্ছা : বিবিৎসা
জ্ঞাপনের ইচ্ছা : জ্ঞীপ্সা

জলৎ যে শিখা : জ্বলদর্চি
জলের মতো পাতলা : পয়রা
জীবিত থাকার ইচ্ছা : জিজীবিষা
জনকের কন্যা : জানকি
জীবন পর্যন্ত : আজীবন

জরা নেই যার : অজর
জানা যায় না যা : অজ্ঞেয়
জন্মগ্রহণ করেছে যে : জাতক
জলনিকাশের নালী : পয়ঃপ্রণালি
জীবিত থেকেও মৃত : জীবন্মৃত

জলমিশ্রিত চালবাটা : পিটালি
জনকল্যাণের নিমিত্ত খনন ও নির্মাণকার্য : পূর্ত
জাহাজের নিরাপদে থাকার স্থান : পোতাশ্রয়
জীর্ণ বস্ত্র : চীর
জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও  যে কনিষ্ঠ বিবাহ করে : পরিবেত্তা

জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের বিবাহ : পরিবেদন

জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কারকারী পুরোহিত : পরিকর্তা
জীবনের দৈনিক বিবরণ : রোজনামচা
জীবন ধারণের জন্য গৃহীত বৃত্তি : জীবিকা

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন