পতাকা ও প্রতীক / ড. মোহাম্মদ আমীন

 পতাকা ও প্রতীক

পতাকা হল ধ্বজা, যা পতপত করে ওড়াতে হয়। পতাকা বা ধ্বজা কোনো দেশেরও হতে পারে, আবার প্রতিষ্ঠানেও হতে পারে। প্রতীক মানে চিহ্ন, রাজনৈতিক দলের যেমন চিহ্ন আছে, তেমনই ধর্মীয় দলেরও চিহ্ন আছে, আবার অন্য যে-কোনো প্রতিষ্ঠানেও থাকে। এই প্রতীক বা চিহ্ন দিয়েই রাজনৈতিক দল, ধর্মীয় দল, প্রতিষ্ঠানগুলোর পরিচয় গড়ে ওঠে।  সব পতাকাই এক একটা প্রতীক, কিন্তু সব প্রতীক পতাকা নয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন