সন্ধি-বিচ্ছেদ / ড. মোহাম্মদ আমীন



সন্ধি বিচ্ছেদ



অভীষ্ট= অভি+ইষ্ট                        তেজস্ক্রিয়= তেজঃ+ক্রিয়
মুহুর্মুহু= মুহুঃ+মুহু                        যজ্ঞাগারে= যজ্ঞ+আগারে
দিগভ্রম= দিক্+ভ্রম                     নভোমন্ডল= নভঃ+মন্ডল
দুর্বল= দুঃ+বল                           নীরব= নিঃ+রব
নিরুপম= নিঃ+উপম                    নির্বোধ= নিঃ+বোধ
মহাশয়= মহা+আশয়                  অস্ত্রাগারে= অস্ত্র+আগারে
নমস্কার= নমঃ+কার                    কথোপকথন= কথা+উপকথন
দুর্ভোগ= দুঃ+ভোগ                      উজ্জ্বল= উৎ+জ্বল
নির্ভয়ে= নিঃ+ভয়ে                      দুরন্ত= দুর্+অন্ত
কম্পাঙ্ক= কম্প+অঙ্ক                     কান্না= কাঁদ্+না
আশ্চর্য= +চর্য                         রক্ষোরথি= রক্ষঃ+রথি
প্রতীক্ষায়= প্রতি+ঈক্ষায়               নাবিক= নৌ+ইক
গোলাকার= গোল+আকার             মহেশ= মহা+ঈশ
দিগন্ত= দিক্+অন্ত                        রক্তাক্ত= রক্ত+অক্ত
মনোহর= মনঃ+হর                     বীরেন্দ্র= বীর+ইন্দ্র
সূতিকাগার= সূতিকা+আগার        অতীত= অতি+ইত
মূলচ্ছেদ= মূল+ছেদ                    সদাশয়= সৎ+আশয়
পর্যবেক্ষণ= পরি+অবেক্ষণ            নিশ্চল= নিঃ+চল
উচ্ছ্বসিত= উৎ+শ্বসিত                 মনস্থির= মনঃ+স্থির
তথাস্তু= তথা+অস্তু                       পাঁচেক= পাঁচ+এক
নিশ্চয়= নিঃ+চয়                         তপোবন= তপঃ+বন
মস্তকচ্ছেদন= মস্তক+ছেদন          স্বেচ্ছা= স্ব+ইচ্ছা
আদ্যোপান্ত= আদ্য+উপান্ত           যশোলাভ= যশ+লাভ
মনোভীষ্ট= মনঃ+অভীষ্ট               শ্রবণেন্দ্রিয়= শ্রবণ+ইন্দ্রিয়
অর্ধোচ্চারিত= অর্ধ+উচ্চারিত       যৎপরোনাস্তি= যৎপরঃ++অস্তি
বিপজ্জনক= বিপদ+জনক           মতান্তর= মত+অন্তর
অর্ধেক= অর্ধ+এক                     বচ্ছর= বৎ+সর
ঘজ্জামাই= ঘর+জামাই               ঢাকেশ্বরী= ঢাকা+ঈশ্বরী
কিঞ্চিন্মাত্র= কিঞ্চিৎ+মাত্র            ইতস্তত= ইতঃ+ততঃ
নিষ্ক্রান্ত= নিঃ+ক্রান্ত                    সঞ্চালিত= সম্+চালিত
বাকি অংশ
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :
শুবাচ লিংক
শুবাচ লিংক/২
শুদ্ধ বানান চর্চা লিংক/১
শুদ্ধ বানান চর্চা লিংক/২
শুদ্ধ বানান চর্চা লিংক/৩
নাটোর জেলার নামকরণ
চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য
মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য
হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য
পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ
ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ
আমিও পুলিশ ছিলাম
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল
চটি পড়বেন না পরবেন
তৈরি তৈরী দুঃসংবাদ
তিন শ-য়ের বাড়াবাড়ি
যত দোষ নন্দ ঘোষ
দুর্গাপূজার বানান দুর্গতি
সবুরে মেওয়া ফলে
অবাক শব্দ সবাক অর্থ
উনপঞ্চাশ বায়ু
চড়ুইভাতি
সুধি বনাম সুধী
ভাবীর মাংস  মেয়ের দুধ
সাধের লাউ
ভূ এবং ভুবন
ইংরেজি শব্দের বাংলা আত্তীকরণ 

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন