অনর্গল শব্দের ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন

অনর্গল শব্দের ব্যুৎপত্তি

শব্দটির আভিধানিক অর্থ : অবিরাম, অনবরত। অনর্গল শব্দের অর্থ অর্গলহীন। যার কোন অর্গল নেই সেটিই অনর্গল। অর্গল শব্দের অর্থ হল দরজার হুক বা হড়কা। হুক বা হড়কা হল দরজার অতিপ্রয়োজনীয় যন্ত্র। হড়কা না-লাগালে দরজার উদ্দেশ্য অর্থহীন হয়ে যায়। হড়কা দরজার প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এ জন্য অর্গলের আলঙ্করিক অর্থ প্রতিবন্ধক, অন্তরায়, বাধা প্রভৃতি। অনর্গল হল অর্গলের বিপরীত। সুতরাং অনর্গলের অর্থ হয় অবারিত, প্রতিবন্ধকতাহীন, অন্তরায়বিহীন। দরজায় হুক না-থাকলে যে কেউ, যে কোনকিছু কোনরূপ বাধা ব্যতিরেকে অবারিতভাবে যাওয়া-আসা করতে পারে। মুখে যদি অর্গল না-থাকে তা হলে যে কোনও কথা অবিরাম গতিতে বেরিয়ে আসে মুখ দিয়ে। দরজার অর্গল না-লাগালে যেমন সবার বাহির-প্রবেশ অবারিত ও অবিরাম হয়ে যায় তেমনি মুখে অর্গল না-থাকলেও তেমনটি ঘটে। এ ধারণার সূত্র ধরে ঘরের দরজার অর্গল বাংলা বাগ্‌ভঙ্গিতে উঠে এসেছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন