অপত্য শব্দের ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন

অপত্য শব্দের ব্যুৎপত্তি

‘অপত্য’ শব্দের আভিধানিক অর্থ : পুত্রকন্যা, সন্তান-সন্ততি প্রভৃতি। এটি সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষায় শব্দটির অর্থ যদ্দ্বারা বংশ পতিত বা লোপ হয় না। তা হলে এখন প্রশ্ন আসে কার দ্বারা বংশ পতিত বা লোপ হয় না। যদি কেউ সন্তান-সন্ততি রেখে মারা যান তা হলে বংশ লোপ বা পতিত হয় না। আবার কেউ যদি সন্তান-সন্ততি না-রেখে মারা যান তা হলে তার আর বংশবৃদ্ধির সুযোগ থাকে না। ফলে বংশ লোপ পায় বা পতিত হয়। তাই বাংলায় অপত্য বলতে পুত্রকন্যা বা সন্তান-সন্ততিকে বুঝানো হয়েছে। তবে অপত্য শব্দটির এখন একক বা স্বাধীন ব্যবহার তেমন দেখা যায় না। শব্দটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে চমৎকার অর্থ প্রকাশে প্রয়োগ করা হয়। যেমন : অপত্যস্নেহ, অপত্যনির্বিশেষে, অপত্যভালবাসা প্রভৃতি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন