মহৎ যোগে ত্ব হলে যে / শাহিদুল হক



মহৎ যোগে ত্ব হলে যে

মহৎযোগেত্বহলে যে
মহত্ত্বযায় বেড়ে
মনঃকষ্টঢের বেড়েছে
মন্ত্রিসভাছেড়ে।
মানসিকে’ ‘দন্ত্য টা
কেন থাকে জানব
মীমাংসাতে দীর্ঘ -কার
এটা সবাই মানব।
মেধাবীআরমরীচিকা
ভুল হয়ে যায় লিখতে
মুষলধারেবৃষ্টি হলে
সহজ হবে শিখতে।
মুখস্থআরমুখচ্ছবি
বানান সবাই জানে
মূর্খতেমন বেশমামলি
বলছি কানে কানে
মন্তব্য: -সংশ্লিষ্ট কিছু বানানের শুদ্ধ শব্দ দেওয়া হল। চর্চার মাধ্যমে মনে রাখা সহজ হবে যেমন মহত্ব >মহত্ত্ব, মনোকষ্ট>মনঃকষ্ট, মন্ত্রীসভা> মন্ত্রিসভা, মানষিক> মানসিক, মেধাবি>মেধাবী, মিমাংসা>মীমাংসা, মুশলধারে>মুষলধারে, মুখস্ত>মুখস্থ, মুখছবি>মুখচ্ছবি, মুর্খ>মূর্খ, মামলী>মামলি ইত্যাদি

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন