করিনি না কি করি নি / ড. মোহাম্মদ আমীন



‘করিনি’ নাকি ‘করি নি’

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম পরিমার্জিত সংস্করণ ২০১২ নিশ্চিত করেছে না-বাচক নি সমাসবদ্ধ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ করিনি যুক্তভাবেই লিখতে হবে।
প্রমিত বাংলা বানানের নিয়ম .-সহ সংযুক্ত ছবিটি Promito Bangla Bananer Niom_2012.pdf নামের পুরনো একটি ফাইল থেকে নেওয়া দুটি অংশ জুড়ে তৈরি করেছি, যে কারণে বাংলা একাডেমি ওতে 'একাডেমী' বানানে লেখা হয়েছে দেখতে পাচ্ছেন।
আমি আজ বাংলা একাডেমি বইমেলা থেকে পুস্তিকাটির পরিমার্জিত সংস্করণ (২০১২)-এর প্রথম পুনর্মুদ্রণ মাঘ ১৪২১/জানুয়ারি ২০১৫-এর একটি কপি কিনেছি, যাতে বাংলা একাডেমি লিখতে হ্রস্ব-ইকার দিয়ে একাডেমি বানানই লেখা হয়েছে, এবং যার প্রচ্ছদ অন্য ছবিতে দেখছেন।
শুবাচের সবাইকে একুশের শুভেচ্ছা!

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন