Posts

Showing posts from March, 2015

বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ / ড. মোহাম্মদ আমীন।

বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার প্রাণ বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার জীবন, বাংলা আমার ধ্যান-জ্ঞান এবং সাধনা। বাংলাকে ঘিরে আমার অস্তিত্ব, আমার বিকাশ, আমার দেশ, বিশ্ব এবং সবকিছু। আমি প্রথমে বাঙালি এবং বাংলাভাষী তারপর অন্যকিছু। তার মানে আমি বিশ্বায়নের বিপক্ষে নয়, বরং বিশ্বায়নের নিবিড়তায় পরমভাবে আগ্রহী। তাই আমি বাংলাকে ভালোবাসি, আমি তাই আমার স্বকীয়তায় গর্বিত হবার সকল উপাদান খুঁজে পায় আমার ভাষায়, আমার সাহিত্য আর সংস্কৃতিতে। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখায় কোনও দোষ নেই, বরং যত বেশি ভাষা আয়ত্ত করা যায় ততই মঙ্গল, ততই লাভ। এটি আমার মাতৃভাষা ও সংস্কৃতির জন্যও কল্যাণকর। তবে শুধু আর্থিক কারণে কিংবা মাইকেল মধুসূদনের ভাষায় “পরধনলোভে মত্ত হয়ে” নিজের মাতৃভাষাকে পদদলিত করে অন্যের ভাষার জন্য প্রাণপাত করা একধরণের কদাচার। এটাকে ব্যক্তিত্বহীন কোনও নষ্টের চরম নষ্টামি বলা যায়। যা ভিক্ষাবৃত্তির মতো ঘৃণার্হ। মাতৃভাষার প্রতি এমন অবহেলাকারীদের জারজ উল্লেখ করে করে সপ্তদশ শতকের কবি আবদুল হাকিম (জন্ম: ১৬২০ - মৃত্যু: ১৬৯০) লিখেছিলেন: যে সব (জন) বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।। ...