‘বাংলা’ শব্দের উৎস / ড. মোহাম্মদ আমীন

 ‘বাংলা' শব্দটি ‘বঙ্গ’ শব্দ হতে এসেছে। অধ্যাপক নগেন্দ্রনারায়ণ চৌধুরীর মতে ‘বঙ্গ’ শব্দটির ব্যুৎপত্তি তিব্বতী ‘বঙ’ শব্দ হতে। তিব্বতি ‘বঙ’ শব্দের অর্থ ‘নিম্ন জলাভূমি’। ‘বঙ্গ’ শব্দের সঙ্গে আল (=জমিতে পানি আটকাবার বাঁধ) যুক্ত হয়ে ‘বাঙ্গাল’ বা ‘বাঙ্গালা’  নামের উদ্ভব। এর কোমল রূপই হচ্ছে ‘বাঙলা’ বা ‘বাংলা’।
বৈদিক সাহিত্যের ঐতরেয় আরণ্যক অংশে “বয়াংসি বঙ্গাবগধাশ্চেরপাদা” বাক্যাংশে বঙ্গ শব্দের  উল্লেখ দেখা যায়। কিন্তু এই পদের সন্ধিবিচ্ছেদ করতে গিয়ে দুটি মানে দাঁড়ায়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এর সন্ধিবিচ্ছেদ করেন এভাবে বঙ্গা(বঙ্গবাসী)+বগধা(বগধ বা মগধ অধিবাসী)+ চেরপাদা(চের নামক সর্পপূজক উপজাতি)= বঙ্গাবগধাশ্চেরপাদা। তাঁর মতে ‘বঙ্গ’ শব্দ ভারতীয় বা বৈদিক।
অন্যান্য পণ্ডিতগণ বলেন বঙ্গ(বৃক্ষ)+অবগধাঃ(ঔষধিবৃক্ষ)+চ+ইরপাদা(সাপ)= বঙ্গাবগধাশ্চেরপাদা। তাঁদের মতে বৈদিক বঙ্গ মানে বৃক্ষ, বঙ্গদেশ নয়। তাই বাংলার শব্দমূল ‘বঙ্গ’ সংস্কৃতমূল শব্দ নয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন