ফেসবুক ও শুবাচ / সুমাইয়া আকতার মীম

ফেসবুক ও শুবাচ

ফেসবুক এ্যাকাউন্ট খোলার পর শিক্ষণীয় তেমন কিছুই পাচ্ছিলাম না বলে একে অনেকটা অকাজের বলে মনে হচ্ছিল। পরে ফজলে রাববি ভাইয়া শুবাচের খবর দিলো। বললো, বেশ কাজের এবং অনেক কিছু শেখা যায় এমন একটি গ্রুপ এটি। প্রথমে আমলে নেইনি। একান্ত অনিচ্ছা সত্ত্বেও যখন ঢুকি তখনও বুঝে উঠিনি। বুঝলাম একটু পরেই আমীন স্যারের মূল্যবান পোস্ট পড়ে। স্যারের দু’একটি বই অবশ্য আগেই পড়েছি। স্যারকে পেয়ে এবং শুবাচের ন্যায় নিঃস্বার্থ বন্ধু পেয়ে ফেসবুককে আর কিছু না হোক একটু হলেও কাজের বলে মনে হচ্ছো। ধন্যবাদ শুবাচ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ গ্রুপের সকল মেম্বারকে।
প্রিয় শুবাচ, শুভ হোক তোমার পথচলা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন