পরবর্তীতে / ড. মোহাম্মদ আমীন

পরবর্তীতে/আগামীতে কেন লিখব না

‘পরবর্তী- ’ মানে পরের সময়, কাল, বস্তু, ধারণা- বা অন্য যে কোনও কিছু হতে পারে। তা হলে ‘পরবর্তীতে’ শব্দের অর্থ কী?
‘পরবর্তী’ সম্পূর্ণ স্বাধীন কোনও শব্দ নয়। এর সঙ্গে অন্য কোনও শব্দ বা শব্দাংশ যুক্ত না-হওয়া পর্যন্ত এটি কোনও গ্রাহ্য অর্থ প্রকাশ করতে পারে না। সংগতকারণে ‘পরবর্তীতে’ শব্দের একক কোনও সুনির্দিষ্ট অর্থ নেই। কোনও অসম্পূর্ণ শব্দে ‘বিভক্তি’ যুক্ত করা সমীচীন নয়। এমন কর্ম শব্দকে আরও অর্থহীন ও অসম্পূর্ণ করে তোলে। ‘পরবর্তী’ শব্দের অব্যবহিত পরে কোনও বিষয় বা ধারণা যুক্ত হলেই কেবল শব্দটির অর্থ জাগ্রত হয়ে ওঠে। যেমন : পরবর্তী বছর, পরবর্তী সময়, পরবর্তী যুগ, পরবর্তী মানুষ, পরবর্তী শ্রেণি, পরবর্তী পদোন্নতি, পরবর্তী পৃষ্ঠা, পরবর্তী বই, পরবতী সারি, পরবর্তী দোকান, পরবর্তী শহর- এ রকম অসংখ্য বিষয় হতে পারে।
শুধু ‘পরবর্তী’ শব্দের যেমন কোনও সুনির্দিষ্ট অর্থ হতে পারে না, তেমনি শুধু ‘পরবর্তীতে’ শব্দের কোনও অর্থ হতে পারে না। তাই ‘পরবর্তী সময়’ বা ‘পরবর্তী কাল’ প্রকাশের জন্য ‘পরবর্তীতে’ শব্দের ব্যবহার সমীচীন নয়। তা হলে লিখতে হয় পরবর্তীতে সময়, পরবর্তীতে কাল, পরবর্তীতে পৃষ্ঠা প্রভৃতি। এমন উদ্ভট চয়ন হতে পারে না। তাই ‘পরবর্তীতে’ শব্দটি ‘পরবর্তী কাল’ অর্থে যিনিই লিখুন, যতবারই লিখুন ‘পরবর্তী সময় বা পরবর্তী কাল’ প্রকাশে ‘পরবর্তীতে লেখা ‘ বিধেয় হতে পারে না। তেমনি বিধেয় হতে পারে না ‘আগামীতে’ লেখা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন