হোয়াইট ওয়াশ / শাহিদুল হক

Whitewashed বা ধবলধোলাই
ধোলাই-ধৌত করা, পরিষ্কার করা বা washed. Cleansed, Bleached ইত্যাদি। Whitewashed- চুনকাম করা, সুন্দর রূপদান করা (Beautify, Whitewash, Embellish).আমরা যখন ধোলাই শব্দটিকে কাউকে জব্দ করার ক্ষেত্রে কিংবা অনুসর্গযোগে গণধোলাই, রামধোলাই ইত্যাদি বলি তখন আর এই শব্দটি ইংরেজি washed হিসেবে ব্যবহৃত হয় না। তখন তা মূল শব্দকে অতিক্রম করে ভিন্ন অর্থ তৈরি করে। ইদানীং Whitewashed এর অর্থ হিসেবে ধবলধোলাই শব্দটি ব্যবহার করা হয়। আর তা ক্রিকেট খেলার সাথে যুক্ত হয়েছে। কিন্ত নিরঙ্কুশ বিজয়ের ক্ষেত্রে আমি Whitewashed বা ধবলধোলাই শব্দটি ব্যবহারের পক্ষে নই। কেননা, নিরুঙ্কুশ বিজয় বোঝাতে শব্দটি যথোপযুক্ত নয় বলে মনে করি।
এবার বলুন, আমরা পাকিদের শোচনীয়ভাবে পরাস্ত করে কেন তাদের ধোপা হতে যাব? কেননা, আমরা তো তাদের washed বা ধোলাই কিংবা ধৌত করি নি। আমরা তাদের ধোলাই বা রামধোলাই দিয়েছি। এটাকে সাদা করতে গিয়ে নিজেদের ইজ্জত হারানোর কোন মানে হয়?

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন