ইঁদুর দৌড় / ড. মোহাম্মদ আমীন

ইঁদুর দৌড়

‘ইঁদুর দৌড়’ শব্দটি ইংরেজি rat-race শব্দের বাংলা অনুবাদ। rat-race শব্দটির জন্ম আমেরিকায়। এটি ছিল আমেরিকায় বহুল প্রচলিত একপ্রকার নাচ। এ নাচে অংশগ্রহণকারীরা ইঁদুরের মতো অস্থির ও চঞ্চলচিত্তে কোনও রূপ নিয়মনীতি ছাড়া ইচ্ছেমতো ছুটোছুটি করে নৃত্য করত। প্রকৃত অর্থে এখানে নাচের কোনও মুদ্রা ছিল না। যে যত অস্থিরচিত্তে বিশৃঙ্খলভাবে দৌড়াদৌড়ি করত তাকে বলা হত ভালো নৃত্যশিল্পী। বাংলায় শব্দটির অর্থ ও ব্যবহার দুটোই পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমান তীব্র প্রতিযোগিতার যুগে কোনও রূপ নিয়মনীতির তোয়াক্কা না-করে যে কোনও উপায়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চরম প্রতিযোগিতা বুঝাতে শব্দটি ব্যবহার করা হয়। ভর্তি, চাকরি ও চারিদিকে অভাবের যুগে লক্ষ্য বস্তু অর্জনের জন্য সকল বয়স ও শ্রেণির মানুষের যে তীব্র প্রতিযোগিতা তা আমেরিকার ইঁদুর নাচের মতোই শৃঙ্খলাহীন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন