বাঙালি / ড. মোহাম্মদ আমীন

বাঙালি

সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিমাত্রই নিজের পায়ে হাঁটতে, নিজের হাতে করতে, নিজের মুখে বলতে, নিজের চোখে দেখতে, নিজের চিন্তায় গড়তে এবং মাতৃভাষায় পড়তে গর্ববোধ করেন। কোনও স্বাধীন জাতিগোষ্ঠীর বেলাতেও এটি সত্য। তবে বাঙালি ব্যতিক্রম, একটা চমৎকার মাতৃভাষা থাকা সত্ত্বেও অনেকে মাতৃভাষাকে অবহেলা করে অন্যের ভাষায় পড়তে-বলতে-লিখতে, ভাবতে ও গড়তে গর্ববোধ করেন। বাঙালি নিজের মাতৃভাষার চেয়েও অন্যভাষাকে শ্রেষ্ঠ মনে করেন- এমন হতভাগা জাতি পৃথিবীতে আর আছে কি?

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন