রমণীয় কৌতুক : নারীষ্কার / শাহিদুল হক


রমণীয় কৌতুকঃ নারীষ্কার

এক বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফাহিমা ‘ক’ বিভাগে ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করায় তাকে তার নারীষ্কার গ্রহণের জন্য মাইকে আহ্বান করা হল:
“এবার ‘ক’ বিভাগে ২০০মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নারীষ্কার গ্রহণের জন্য মঞ্চে আসছেন ৯ম শ্রেণির ছাত্রী ফাহিমা। সবাই তার জন্য জোরে একটা করতালি দেন”।
এই ঘোষণার সাথে সাথে চারিদিকে তুমুল করতালি বেজে উঠল। ফাহিমা তার নারীষ্কার গ্রহণ করে আসনে ফিরে গেল।
আমি ‘নারীষ্কার’ শব্দটি এই প্রথম শুনতে পেলাম। তাই কৌতুহলবশত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে একজনের কাছে জানতে চাইলাম,
আপা, নারীষ্কার কী?
আপা হেসে বললেন, “ও সেই কথা। পুরুষতান্ত্রিক সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্য লুকিয়ে আছে তা উপড়িয়ে ফেলার জন্য আমরা পুরস্কারের পরিবর্তে নারীদেরকে নারীষ্কার দেওয়ার প্রচলন শুরু করেছি। পুরষ্কারের মধ্যে পুরুষের এই একক আধিপত্য আর মেনে নেওয়া হবে না।
আমি বললাম, ওটা তো পুরুষ্কার না, পুরস্কার।
আপা বললেন, রাখেন এসব যুক্তি। শুনতে তো পুরুষ+কারই শোনা যায়। কেন আমরা পুরুষকার পুরুষকার করে আপ্লুত হবো।
আমি একটা শুকনো হাসি দিয়ে পশ্চিম দিগন্তে হেলে পড়া সূর্য়ের দিকে চেয়ে রইলাম।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন