শাহিদুল হক / ড. মোহাম্মদ আমীন

উপরি উক্ত উপর্যুক্ত
==========

উপরি উক্ত উপর্যুক্ত
একটু ভেবে লিখব
পরি’র সাথে হ্রস্ব উ-য়ের
মিলন বিধি শিখব।

‘পরি’ কিন্তু নয়তো ‘পরী’
উপসর্গ জেনে
সন্ধি ঘটার নিয়মগুলো
চলব মোরা মেনে।
‘পরি’ উপসর্গ পরে
অ আ যদি থাকে
কিংবা যদি হ্রস্ব ই আর
হ্রস্ব উ-কে রাখে
সন্ধি হলেই য-য়েতে রেফ
মারবো পরিটাকে।
পরি যোগে আলোচনা
পর্যালোচনা হয়
নেই তো ‘পরি’ সন্ধিমূলে
মরেছে নিশ্চয়।
মন্তব্য : পরি-উপসর্গের সঙ্গে অ আ ই উ ধ্বনির সন্ধি ঘটলে য-য়ে রেফ (র্য ) হয়।
যেমন- পরি + অন্ত = পর্যন্ত
উপরি + উপরি = উপর্যুপরি
পরি + আলোচনা = পর্যালোচনা
উপরি + উক্ত = উপর্যুক্ত ইত্যাদি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন