হোতা / ড. মোহাম্মদ আমীন
হোতা
হোতা শব্দের অর্থ নায়ক, নেতা, মূল-ব্যক্তি প্রভৃতি। তবে এটি সাধারণত নেতিবাচক
অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যেমন : সব গন্ডগোলের হোতা স্থানীয় জনপ্রতিনিধি।
সংস্কৃত হতে আগত শব্দটির মূল ও প্রাচীন অর্থ ছিল পুরোহিত কিংবা
যজ্ঞকর্তা। সেকালে পুরোহিতই ছিল যজ্ঞকর্মের মুল রূপকার।
পুরোহিতের আদেশ-নির্দেশ ও ইচ্ছা-অনিচ্ছায় যজ্ঞকর্ম
পরিচালিত হতো। বাঙালিরা সে যজ্ঞকর্মের পুরোহিতকে
অপকর্মের পুরোহিত হিসাবে বাংলায় নিয়ে এসেছে।
এখন বাংলায় সকল অপর্কমের
নায়ককে হোতা বলে
প্রকাশ না-করলে যেন
বাক্যের মজাই
থাকে না।
অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। যেমন : সব গন্ডগোলের হোতা স্থানীয় জনপ্রতিনিধি।
সংস্কৃত হতে আগত শব্দটির মূল ও প্রাচীন অর্থ ছিল পুরোহিত কিংবা
যজ্ঞকর্তা। সেকালে পুরোহিতই ছিল যজ্ঞকর্মের মুল রূপকার।
পুরোহিতের আদেশ-নির্দেশ ও ইচ্ছা-অনিচ্ছায় যজ্ঞকর্ম
পরিচালিত হতো। বাঙালিরা সে যজ্ঞকর্মের পুরোহিতকে
অপকর্মের পুরোহিত হিসাবে বাংলায় নিয়ে এসেছে।
এখন বাংলায় সকল অপর্কমের
নায়ককে হোতা বলে
প্রকাশ না-করলে যেন
বাক্যের মজাই
থাকে না।
Comments
Post a Comment