কিনা/ কি না : ড. মোহাম্মদ আমীন

কি না/কিনা

‘কি না’  দুটো  পৃথক শব্দের অর্থ দ্যোতক একটি বাগভঙ্গি কিন্তু ‘কিনা’ একটি শব্দ। ‘কি না’ প্রশ্নজ্ঞাপক। যেমন : ‘যাবে কি না বল?’ অন্যদিকে মনোভাবের ইঙ্গিত প্রকাশে কিংবা শুধু অলংকার হিসাবে বাক্যে ‘কিনা’ শব্দটি ব্যবহৃত হয়।  যেমন : হরতাল কিনা, তাই তার আসতে দেরি হয়েছে। আমার সন্তান হয়ে কিনা আমার অবাধ্য হয়।

‘কিনা’ শব্দটি বাক্যে অত্যাবশ্যক নয়। বাক্য হতে এটি বাদ দিলেও অর্থের হেরফের ঘটে না। কিন্তু ‘কি না’ শব্দটি বাক্য হতে তুলে নিলে বাক্যের ভাব ও  অর্থের পরিবর্তন ঘটে। যেমন : ‘যাবে কি না বল? বাক্যটি হতে ‘কি না’ শব্দটি সরিয়ে নিলে বাক্যটির পুরো অর্থই পাল্টে যায়।

অর্থ যখন ‘কিংবা নয়’, ‘কিংবা নেই’ বা ‘কিংবা নাই’ তখন বুঝতে হবে ‘কি’ প্রকৃতপক্ষে ‘কিংবা’ শব্দের সংক্ষিপ্ত রূপ। প্রয়োগ : তুমি খেয়েছ কি না আমি জানি না। বিশ্লিষ্ট অবস্থায় বাক্যটির রূপ হবে ‘তুমি খেয়েছ কিংবা খাওনি এটা আমি জানি না।’ ‘না কি’ ও ‘কিনা’ বাগ্‌ভঙ্গির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Comments

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন